• NEWS PORTAL

  • রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

‘জুলাই যোদ্ধাদের নিয়ে আমার বক্তব্য আংশিক প্রচার করায় বিভ্রান্তি তৈরি হয়েছে’

প্রকাশিত: ১৭:০১, ১৯ অক্টোবর ২০২৫

আপডেট: ১৭:০২, ১৯ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
‘জুলাই যোদ্ধাদের নিয়ে আমার বক্তব্য আংশিক প্রচার করায় বিভ্রান্তি তৈরি হয়েছে’

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা নিয়ে তার বক্তব্যকে আংশিক কাট করে প্রচার করায় বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে এনসিপির বক্তব্যকে স্বাগত জনান তিনি।  

রবিবার (১৯ অক্টোবর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন বলেন, তিনি জুলাই যোদ্ধাদের সম্মানিত করতেই বলেছেন, কোনো জুলাই যোদ্ধা এ ধরনের ঘটনায় জড়িত থাকতে পারে না। প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সংগ্রামের ভিত্তিতেই গণঅভ্যুত্থান হয়েছে। বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না। জুলাই সনদ বাস্তবায়নকে একটি প্রক্রিয়ার বিষয়। নির্বাচন নিয়ে সংশয় আছে কিনা এ প্রশ্নের উত্তরে তিনি পাল্টা প্রশ্ন করেন- কেউ কি বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না? সাম্প্রতিক কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা একই সুত্রে গাঁথা মনে হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করা উচিত হবে না বলে জানান সালাহউদ্দিন আহমেদ। 
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2