• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

এবারের নির্বাচনের দায়িত্বে বিতর্কিত কর্মকর্তাদের না রাখার আহ্বান মঈন খানের

প্রকাশিত: ১৫:১৭, ২৩ অক্টোবর ২০২৫

আপডেট: ১৫:১৮, ২৩ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
এবারের নির্বাচনের দায়িত্বে বিতর্কিত কর্মকর্তাদের না রাখার আহ্বান মঈন খানের

ছবি: ড. আব্দুল মঈন খান

বিগত নির্বাচনে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ কর্মকর্তাদের আগামী নির্বাচনে দায়িত্বে না রাখতে কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান।

মঈন খান বলেন, সুষ্ঠু নির্বাচনে নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের মতৈক্য হয়েছে৷ বিগত ১৭ বছর রাজনৈতিক ভিত্তিতে প্রশাসনিক বিভাগকে তৈরি করা হয়েছিলো। ফলে বিগত নির্বাচন প্রহসনের হয়েছে। ভোটের দিন যারা সরকারি কর্মকর্তা হয়ে ইসির অধীনে কাজ করে তারাই এটি করেছে। ১৭ বছরে তারা সংশোধন হয়ে যাবে বিষয়টি এমন নয়। তাই এবারের নির্বাচনী কার্যক্রমে তারা যাতে অংশ নিতে না পারে, সে বিষয়ে ইসিকে সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, ব্যক্তিগত বা দলীয় স্বার্থে নয়, জাতির স্বার্থে ইসিতে এসেছি। ১৮ কোটি ভোটার যেন নির্ভয়ে ভোট দিতে পারে তা নিয়ে কমিশনের সঙ্গে কথা বলেছি। ইসির জনবল অত্যন্ত সীমিত। তাদের অনেক জনবল প্রয়োজন। শুধু কমিশনের পাঁচ সদস্য দিয়ে হবে না। ভোটে ইসির প্রায় ১০ লাখ লোকের প্রয়োজন পড়বে। এ সময় সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনে ইসির ওপর বিশ্বাস রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2