• NEWS PORTAL

  • রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

আইনী ভিত্তি সুনিশ্চিত হলেই জুলাই সনদে সাক্ষর করবে এনসিপি: আখতার হোসেন

প্রকাশিত: ১৪:৩১, ২৫ অক্টোবর ২০২৫

আপডেট: ১৪:৩২, ২৫ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
আইনী ভিত্তি সুনিশ্চিত হলেই জুলাই সনদে সাক্ষর করবে এনসিপি: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়া জাতির কাছে উপস্থাপন করতে হবে। সেটি পুরোপুরি পর্যবেক্ষণ করে তারা জুলাই সনদে সাক্ষর করবেন।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসেছে এনসিপি। জাতীয় সংসদ ভবনের এলডি হলে শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজসহ অন্যান্য সদস্যদের সাথে রুদ্ধদ্বার বৈঠকে বসেন।

বৈঠক শেষে আখতার সাংবাদিকদের বলেন, জুলাই সনদ বাস্তবায়নের আইনী প্রক্রিয়া পরিস্কার না করে ১৭ অক্টোবর সনদ সাক্ষর করিয়েছে। স্বাক্ষর একটি আনুষ্ঠানিকতা। জুলাই সনদ পরিপূর্ণ বাস্তবায়ন হোক এটাই তারা চান।

আখতার বলেন, তারা কমিশনে দাবি জানিয়েছেন, এই সনদ আইনী ভিত্তি না পাওয়া পর্যন্ত তাদের সংগ্রাম চলবেই। আইনী ভিত্তি সুনিশ্চিত হলেই এনসিপি সাক্ষর করবে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া কমিশনের পক্ষ থেকে দেখাতে এখন পর্যন্ত কোন আশ্বাস দেওয়া হয়নি।

এর আগে বাস্তবায়নের সুনির্দিষ্ট পরামর্শ না থাকায় ১৭ ই অক্টোবর জুলাই সনদে স্বাক্ষর করেনি এনসিপি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2