দেশ থেকে আওয়ামী লীগের আবর্জনা পরিষ্কার করবে বিএনপি: আফরোজা আব্বাস
দেশ থেকে আওয়ামী লীগের আবর্জনা পরিষ্কার করবে বিএনপি- এমন মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। শনিবার (২৫ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের খিলগাঁও থানার কালভার্ট এবং খালের পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।
জানা যায়, খিলগাঁয়ের বাসাবো খালটি বেশ কয়েকদিন ধরেই দখল আর দূষণে জর্জরিত হয়ে আছে। দীর্ঘদিন ধরে পরিষ্কার না করায় খালটিতে জমেছে কঠিন বর্জ্য। সে বর্জ অপসারণের উদ্যোগ নেন আফরোজা আব্বাস।
দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিছন্নতা কর্মীরা খালটি পরিষ্কারের জন্য সকাল থেকে কর্মযজ্ঞ চালান। এমন দূরাবস্থার কারণে খাল থেকে উৎপাদন হচ্ছে এডিস মশা বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। তাছাড়া, সামান্য বৃষ্টিতে যাতে এলাকায় জলাবদ্ধতা না হয় সে বিষয়টি চিন্তা করেও খাল পরিষ্কারের কর্মসূচি নিয়েছে খিলগাঁও থানা বিএনপি।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: