• NEWS PORTAL

  • শনিবার, ০১ নভেম্বর ২০২৫

হঠাৎ উল্টে গেছে বিএনপি: জামায়াত নেতা তাহের

প্রকাশিত: ১৫:৩৪, ৩১ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
হঠাৎ উল্টে গেছে বিএনপি: জামায়াত নেতা তাহের

সংস্কার নিয়ে সব দল ঐক্যবদ্ধ থাকলেও বিএনপি হঠাৎ উল্টে গেছে, তারা একটা ধোঁয়াশা পরিস্থিতি তৈরি করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এদিকে, নভেম্বরে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের আদেশ দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন চাইলেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। 

কুমিল্লা সদর দক্ষিণের সেন্ট্রাল মেডিকেল কলেজ অডিটোরিয়ামে চৌদ্দগ্রাম উপজেলা ভোট কেন্দ্র পরিচালক সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, বিএনপি সরকারের উপর চাপ প্রয়োগ করছে, সংস্কার মানছে না। বিএনপি তালের রস আমের রস একসাথে করে ফেলেছে। নির্বাচন না হলে যারা ষড়যন্ত্র করছে, ভারতে বসে আছে তারা দেশকে অস্থিতিশীল করা সুযোগ পাবে বলে মন্তব্য তার।

এদিকে, ফেব্রুয়ারিতেই নির্বাচন চেয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বলেন, লাঙল, ধানের শীষ ও নৌকা দেখেছেন, এবার দাঁড়িপাল্লাকে সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। খুলনার ডুমুরিয়া উপজেলার স্বাধীনতা চত্বরে হিন্দু মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

অন্যদিকে, প্রধান উপদেষ্টার কাছে পিআর পদ্ধতিতে নির্বাচনের নিশ্চিয়তা চেয়েছে জামায়াতে ইসলামী। স্তন ক্যানসার সচেতনতা মাস উপলক্ষ্যে রাজধানীর মিরপুর ১৩ নম্বর শেরে বাংলা স্কুলে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনে এমন দাবি করেন জামায়াতে নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। 

পিআর পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে ভোট ডাকাতি প্রতিরোধ করা সম্ভব বলেও মনে করে জামায়াতে ইসলামী। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2