• NEWS PORTAL

  • বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

এ মাসের মধ্যে প্রার্থী তালিকা চূড়ান্ত করবে এনসিপি

প্রকাশিত: ০৯:১০, ৫ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
এ মাসের মধ্যে প্রার্থী তালিকা চূড়ান্ত করবে এনসিপি

এ মাসের মধ্যে প্রার্থী তালিকা চূড়ান্ত করবে এনসিপি-জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। শাপলা কলি মার্কায় দেশের ৩০০ আসনেই প্রার্থী দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৪ নভেম্বর) এক ভিডিও বার্তায় নাহিদ ইসলাম বলেন, যারা নতুন করে রাজনীতি করতে চায় তাদেরকে এনসিপি স্বাগত জানাবে। জাতীয় নাগরিক পার্টি আপনার-আমার সবার দল। যারা নতুন করে রাজনীতি করতে চান, এই বাংলাদেশটাকে নতুনভাবে গড়তে চান, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

এনসিপির আহ্বায়ক বলেন, আমরা প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি আসনে সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক নেতৃত্ব দিচ্ছি। সারাদেশের জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম চলছে। এ মাসের মধ্যে আমরা আমাদের প্রার্থী তালিকাও চূড়ান্ত করব। ইনশাআল্লাহ শাপলা কলি মার্কায় বাংলাদেশের প্রতিটি আসনে আমরা যোগ্য, সৎ এবং দেশপ্রেমিক প্রার্থী দেব। ইনশাআল্লাহ, খুব শিগগিরই আমাদের বিজয় আসবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: