ফেব্রুয়ারিতেই নির্বাচন আদায় করে নেওয়া হবে: ডা. শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচন না হলে জনগণকে সাথে নিয়ে ফেব্রুয়ারিতেই তা আদায় করে নেওয়া হবে। জাতীয় নির্বাচনের বৈধতা ও জুলাই সনদের আইনী ভিত্তি দিতে আগে গণভোট দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
জামায়াতের আমীর আরও বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই। এছাড়া, আওয়ামী লীগ নিজেই নির্বাচন চায় না, তাদেরকে নির্বাচনে যুক্ত করার প্রশ্নই আসে না।
গণভোটের বিষয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনকে বৈধতা দিতে হলে এবং জুলাই সনদের আইনী ভিত্তির জন্যই আগে গণভোটের আয়োজন করতে হবে।
ডা. শফিকুর রহমান আরেও বলেন, জাতীয় নির্বাচনের বৈধতা ও জুলাই সনদের আইনী ভিত্তি দিতে আগে গণভোট দিতে হবে। এছাড়া, পিআর পদ্ধতিই শ্রেষ্ঠ, আশা করি জনগণ এটা সমর্থন করবে।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: