রাজনীতি করতে গিয়ে পরিবার-পরিজন থেকে দূরে থাকতে হয়েছে: নুরুল ইসলাম নয়ন
ভোলা ৪ আসনের বিএনপি মনোনিত প্রার্থী নুরুল ইসলাম নয়ন বলেছেন, রাজনীতিতে আমার ধারাবাহিকতা ছিল, কমিটমেন্ট ছিল, ডেডিকেশন ছিল। আমি রাজনীতির মাঠ থেকে কখনও দূরে চলে যাইনি। বরং, পরিবার পরিজনের কাছ থেকে দূরে থাকতে হয়েছে। বাবা-মায়ের কাছ থেকে দূরে থাকতে হয়েছে। কিন্তু, রাজনীতির কাছ থেকে আমি দূরে থাকিনি।
সম্প্রতি বাংলাভিশনে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন। নুরুল ইসলাম নয়ন বলেন, আমার এলাকার সাধারণ মানুষের সাথে আমার সম্পৃক্ততা রয়েছে। দীর্ঘদিন রাজনীতির সাথে আমি সম্পৃক্ত ছিলাম। মিছিলের পিছন থেকে প্রথম রাজনীতি শুরু করেছি। সেখান থেকে একটু একটু করে আজকে আল্লাহর রহমতে আমি এ পর্যায়ে এসেছি।
তিনি বলেন, সব মিলিয়ে আমি মনে করি যে, দলের প্রতি যে আমি ধারাবাহিক কমিটমেন্ট রেখেছি তার জন্য পার্টি আমাকে মূল্যায়ন করেছে। আমরা বিএনপিকে ঐক্যবদ্ধ দেখতে চাই। পার্টি যাকে নমিনেশন দিবে অতিথি যেমন ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করেছে নেতাকর্মীরা। ভবিষ্যতেও আমরা তো জানতাম না যে কাকে নমিনেশন দিবে।
নুরুল ইসলাম নয়ন আরও বলেন, আমরা এই কমিটমেন্টটা সবসময় ব্যক্ত করেছি যে পার্টি যাকে নমিনেশন দিবে তার সাথে নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করবে। কারণ, দলের মধ্যে ডিভাইডেশন থাকুক এটা আমি কখনোই চাইনি।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: