• NEWS PORTAL

  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

নয়াপল্টনে বিএনপির সমাবেশ, লাখো নেতাকর্মীর ঢল

প্রকাশিত: ১৬:৪১, ৭ নভেম্বর ২০২৫

আপডেট: ১৬:৪৬, ৭ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
নয়াপল্টনে বিএনপির সমাবেশ, লাখো নেতাকর্মীর ঢল

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস (৭ নভেম্বর) পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর উপলক্ষে আয়োজিত  উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি শুক্রবার বিকেল ৪টায় রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। র‍্যালিটি নয়াপল্টন থেকে কাকরাইল, মালিবাগ ও বাংলামোটর হয়ে সোনারগাঁও হোটেলের সামনে গিয়ে শেষ হবে।

র‍্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশের জন্য কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়। র‍্যালি উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মসূচিকে ঘিরে বেলা ২টা থেকে নয়াপল্টন বিএনপির কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মীদের জড়ো হতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, এই সমাবেশ ঘিরে লাখো নেতাকর্মীর সমাগম হয়েছে। এ সময় নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের নামে বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তুলেন। 

কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকাল নাগাদ পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। র‌্যালি পূর্ব আলোচনা সভাকে ঘিরে ব্যানার-ফেস্টুন আর স্লোগানে মুখর হয়ে ওঠে নয়াপল্টন চত্বর। এর আগে দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন দিক থেকে মিছিল আসতে থাকে নয়াপল্টনে। ঢাকার উত্তর ও দক্ষিণ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীরা দলীয় পতাকা, প্ল্যাকার্ড, গাড়ি ও ট্রাকে সাজানো প্রদর্শনী নিয়ে যোগ দেন অনুষ্ঠানে।

দুপুর আড়াইটার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সহ-প্রচার সম্পাদক আসাদুল শাহিন ও সহ-যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা মঞ্চে আসেন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে র‍্যালিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসম্বলিত ফেস্টুন ও ব্যানার নিয়ে অংশ নেন নেতাকর্মীরা। ঢাকায় মনোনীত সম্ভাব্য প্রার্থীরা মিছিলসহ ধানের শীষ নিয়ে র‍্যালিতে শোডাউন দিতো দেখা গেছে। এছাড়া ট্রাক সহকারে ঢাকা মহানগর বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2