প্রশাসনে আওয়ামী দোসর চিহ্নিত না হলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়: রহমাতুল্লাহ
ছবি: লিফলেট বিতরণ করছেন আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ
গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন থেকে আওয়ামী দোসরদের চিহ্নিত ও অপসারণ করা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে বরিশাল নগরীর চকের পোল এলাকায় তার নেতৃত্বে লিফলেট বিতরণ কর্মসূচি চলাকালে এসব কথা বলেন তিনি।
রহমাতুল্লাহ বলেন, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরপেক্ষ প্রশাসনের কোনো বিকল্প নেই। দেশের মানুষও একটি মুক্ত, সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচন প্রত্যাশা করছে।
অন্তর্বর্তীকালীন সরকার ভালো নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু বাস্তবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে যেসব নিয়োগ দেওয়া হয়েছে, তাদের মধ্যে অনেকেই প্রকাশ্যে চিহ্নিত আওয়ামী দোসর।

তিনি আরও বলেন, গণমাধ্যমে এসব তথ্য প্রকাশিত হওয়ার পরেও তাদের বিষয়ে কোনো ব্যবস্থা না নেওয়া অত্যন্ত উদ্বেগজনক। আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু করতে হলে প্রশাসনে থাকা ফ্যাসিবাদী শক্তি ও আওয়ামী দোসরদের চিহ্নিত করা ছাড়া বিকল্প নেই।
বিএনপির প্রার্থীদের নাম ঘোষণার পর দেশ এখন নির্বাচনমুখী উল্লেখ করে তিনি বলেন, জাতি পরিবর্তনের জন্য প্রস্তুত। কিন্তু নির্বাচন বানচালের চেষ্টা চলছে নানাভাবে। একটি মহল বিভিন্ন কৌশলে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়।
রহমাতুল্লাহ বলেন , দেশের জনগণ জাতীয় নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রকে স্থিতিশীল ও গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনতে দৃঢ় প্রতিজ্ঞ।
ভবিষ্যতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সদস্য জাহিদুর রহমান রিপন, মহানগর স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম-আহবায়ক তারিক সুলায়মান, যুগ্ম-আহবায়ক মিলন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন টিটু, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুল ইসলাম উজ্জল প্রমুখ।
বিভি/এআই




মন্তব্য করুন: