নির্বাচন ঘিরে নরসিংদীর মনোহরদীতে জামায়াতের কর্মী সম্মেলন
নরসিংদীর মনোহরদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের লক্ষ্যে সোমবার(২৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার শরীফপুর বেলতলা মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লেবুতলা ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির মনোনীত নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম।
সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে মাওলানা জাহাঙ্গীর আলম বিএনপিকে উদ্দেশ করে বলেন, ওরা আমাদের বলে আমরা রাজাকার। আমি তাদের বলতে চাই-রাজাকারের গন্ধ কার গায়ে আছে, আয়নায় দেখুন।”
তিনি আরও বলেন, জামায়াতকে ভোট দিলে শিরক হবে-এ ধরনের অপপ্রচার ছড়ানো হচ্ছে। শিরক কত প্রকার, অনেকে জানেও না। আর ফতুয়ার ব্যাপারে যেতে হবে মুফতির কাছে, রাজনীতিবিদের কাছে নয়।
এ সময় তিনি মনোহরদী উপজেলার বিভিন্ন বালুঘাটে অনিয়মের অভিযোগ তুলে বলেন, আপনারা গিয়ে জিজ্ঞাসা করুন, বালু কারা চুরি করে। চোরদের ভোট না দিয়ে মানুষ এবার দাঁড়িপাল্লায় ভোট দেবে।
তিনি মনোহরদীবাসীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতের মনোহরদী উত্তর শাখার কর্মপরিষদ সদস্য রফিকুল ইসলাম ভূঁইয়া। সঞ্চালনায় ছিলেন উত্তর শাখার সেক্রেটারি একে এম মনির উদ্দিন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক আব্দুল লতিফ খান, কেন্দ্রীয় মজলিসে শূরার সাবেক সদস্য ও বীর মুক্তিযোদ্ধা প্রফেসর শওকত আলী, মনোহরদী দক্ষিণ শাখার আমীর মাওলানা মো. ছানাউল্লাহ, উত্তর শাখার আমীর মাওলানা ইকবাল হোসাইন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মনোহরদী দক্ষিণ শাখার সেক্রেটারি তাজুল ইসলাম শাহীন, মনোহরদী পৌরসভার আমীর আসাদুজ্জামান নূর, দক্ষিণ শাখার যুব বিভাগের সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা নূরুল আমিন ফরাজি, শুকুন্দী ইউনিয়নের আমীর আল আমিন ফরাজি প্রমুখ।
সম্মেলনে বক্তারা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা স্থানীয় উন্নয়ন, অবকাঠামো সমস্যার সমাধান, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও জনসেবার মানোন্নয়নসহ জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। বক্তারা সংগঠনের কর্মীদের আইন মেনে নির্বাচনী কার্যক্রম পরিচালনা, ভোটারদের সঙ্গে সৌহার্দ্যমূলক আচরণ বজায় রাখা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানা
বিভি/এজেড




মন্তব্য করুন: