• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

কারাগারে থাকা আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু

প্রকাশিত: ১৫:৪৭, ২৭ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
কারাগারে থাকা আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সুলতান মিয়ার কারাগারে মারা গেছেন। বুধবার (২৬ নভেম্বর) রাতে জেলা কারাগারে তার মৃত্যু হয়। 

নিহত সুলতান মিয়া গোড়াই হরিরপাড়া গ্রামের মৃত আজমত আলীর ছেলে। সে গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগের (পূর্ব) তিন নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। 

জানা যায়, বুকে ব্যথা অনুভব করলে রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সেখানেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন জেলার মুহাম্মদ জাহেদুল আলম।

এর আগে গত বছর ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দুই চোখ ক্ষতিগ্রস্ত হয়। 

এ ঘটনার পর হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলি আদালতে পুলিশ, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ এবং ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে গত ২৮ অক্টোবর আওয়ামী লীগ নেতা সুলতান মিয়াকে গ্রেফতার করে পুলিশ। গত প্রায় এক মাস ধরে তিনি টাঙ্গাইল জেলা কারাগারে আটক ছিলেন। 

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, টাঙ্গাইল কারাগারে হাজতির মৃত্যুর খবর পেয়েছি। আইনিপ্রক্রিয়া শেষে কারা কর্তৃপক্ষই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2