ফেনীর তিন স্থানে আবদুল আউয়াল মিন্টুর পথসভা
দলীয় মনোনয়ন তালিকা প্রকাশের পর প্রথমবারের মতো নির্বাচনী এলাকায় এসেছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। বৃহস্পতিবার দুপুর ২টায় ফেনী সীমান্তে মহাসড়কের অংশে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
মনোনয়ন পাওয়ার পর মাঠে নামা মিন্টুকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। নেতাকর্মীদের স্লোগান ও ভিড়ে স্টার লাইন এলাকা সরব হয়ে ওঠে।
সূত্র জানায়, বিকেল ৩টায় তিনি সিলোনিয়া বাজারে পথসভায় বক্তব্য রাখেন। এরপর বেকেরবাজার ও দাগনভুইয়ায় পৃথক পথসভায় বক্তব্য দিয়েছেন ।
স্থানীয় বিএনপি নেতাদের মতে, মিন্টুর এ সফর তার আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণার সূচনা হিসেবে দেখা হচ্ছে।
বিভি/এজেড




মন্তব্য করুন: