হঠাৎ ডিবি কার্যালয়ে সাদিক কায়েম
ফাইল ছবি
অনলাইনে অপপ্রচারের শিকার হয়ে ডিবির সাইবার ইউনিটে মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলা করতে সোমবার (১ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গেছেন তিনি। এ সময় ডাকসুর অন্য নেতারা তার সঙ্গে ছিলেন।
এর আগে গতকাল রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মামলা করার ঘোষণা দেন সাদিক কায়েম।
ফেসবুক পোস্টে তিনি বলেন, ভুঁইফোড় পেজ থেকে মিথ্যা, প্রতারণামূলক এবং বানোয়াট তথ্য ছড়িয়ে অনলাইনে অপপ্রচার চালানোর বিরুদ্ধে মামলা করবো। অতীতের ধারাবাহিকতায় মিথ্যা তথ্য ছড়িয়ে তার নামে কিছু ভুঁইফোড় প্রোপাগান্ডা পেজ থেকে ভুয়া ফটোকার্ড ছড়ানো হচ্ছে। যেসব পেজ থেকে এসব ফটোকার্ড প্রচার করা হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিভি/এসজি




মন্তব্য করুন: