খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআনের হাফেজদের নিয়ে দোয়া
টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের উত্তর তারটিয়ার আল হেরা মাদরাসায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাফেজ ছাত্রদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে এ দোয়া মাহফিলের আয়োজন করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদরাসার হাফেজ ছাত্ররা।
এ সময় সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের মা। তার দ্রুত আরোগ্য লাভের জন্য সবাই দোয়া করবেন। দেশের জন্য তিনি যে অবদান রেখেছেন, তা চিরস্মরণীয়।”
তিনি আরও বলেন, “একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বিএনপি কাজ করে যাচ্ছে। দেশনেত্রীর সুস্থতার জন্য আমাদের এই দোয়া আয়োজন অব্যাহত থাকবে।”
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান মালাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দোয়া মাহফিল শেষে নেতারা মাদরাসার শিক্ষার্থীদের মাঝে তোবারক বিতরণ করেন।
বিভি/এজেড




মন্তব্য করুন: