রবিবার লন্ডন নেওয়া হতে পারে খালেদা জিয়াকে
ফাইল ছবি
সব ঠিক থাকলে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে আগামীকাল (রবিবার) লন্ডন নেওয়া হতে পারে বেগম খালেদা জিয়াকে। এদিকে, খালেদা জিয়াকে লন্ডন নিতে কাতারের সহযোগিতায় জার্মানি থেকে আজ আসছে এয়ার অ্যাম্বুলেন্স।
ফুসফুসে সংক্রমণ হওয়ায় হঠাৎই শ্বাসকষ্ট নিয়ে ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তারপর থেকে এখন পর্যন্ত হাসপাতালেই ভর্তি আছেন তিনি। বেগম খালেদা জিয়াকে দেখতে শুক্রবার যুক্তরাজ্য থেকে দেশে এসেছেন বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। শাশুড়ির স্বাস্থ্যের দেখভাল করতে বিমানবন্দরে নেমে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান তিনি। উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে লন্ডনে নিতেই দেশে ফেরা তার।
বিভি/এসজি




মন্তব্য করুন: