• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

যুব হকি বিশ্বকাপে চ্যালেঞ্জার্স কাপ জেতা বাংলাদেশ দলকে ঢাবি ছাত্রদলের অভিনন্দন

বাসস

প্রকাশিত: ১৮:২৯, ৯ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৮:৩০, ৯ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
যুব হকি বিশ্বকাপে চ্যালেঞ্জার্স কাপ জেতা বাংলাদেশ দলকে ঢাবি ছাত্রদলের অভিনন্দন

ভারতে অনুষ্ঠিত যুব হকি বিশ্বকাপ-২০২৫ খেলায় ‘চ্যালেঞ্জার্স কাপ’ জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২১ জাতীয় হকি দলকে অভিনন্দন জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল।

সোমবার ঢাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন হকি দলের উত্তরোত্তর সাফল্য কামনা করে তাদেরকে অভিনন্দন জানান। 

গত ৮ ডিসেম্বর ভারতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বাংলাদেশ দল প্রথমবারের মতো সম্মানসূচক ‘চ্যালেঞ্জার্স কাপ’ জয়ের গৌরব অর্জন করে। বিজয়ী এই দলের অন্যতম সদস্য মো. সাহিদুর রহমান সাজু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। দলের এই জয়ে সংগঠনের পক্ষ থেকে মো. সাহিদুর রহমান সাজুসহ সকল খেলোয়াড় ও সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় দলের এই অর্জন ভবিষ্যতে বাংলাদেশের তরুণ সমাজকে হকিসহ ক্রীড়াঙ্গনে পেশাগতভাবে যুক্ত হতে আরও বেশি অনুপ্রাণিত করবে। তরুণদের খেলাধুলায় এই সম্পৃক্ততা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়নেও অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2