তফসিল ঘোষণার প্রতিক্রিয়ায় যা জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
এনসিপির এই নেতা বলেন, ছাত্রজনতার অভ্যুত্থানের উদ্দ্যেশ্য ছিল ভোটাধিকার প্রয়োগ করা। সরকারের ৩টি দায়িত্ব ছিল। বিচার, সংস্কার ও নির্বাচন। সেটা বাস্তবায়ন হওয়ার পথে। তফসিল ঘোষণাকে আমরা সাধুবাদ জানাচ্ছি।
তিনি বলেন, নির্বাচন আয়োজনে ইসির সদিচ্ছা আছে। তবে নিরপেক্ষতার অভাব আছে। সুষ্ঠু নির্বাচনের জন্য পেশিশক্তি ও টাকার প্রভাব আশংকা করছি। জনগণকে আহ্বান জানাই, তারা যেনো ভোটকেন্দ্র পাহারা দেয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদিচ্ছার অভাব আছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় নাসির উদ্দিন আরও বলেন, সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী নির্বাচনী আসনে টাকা খরচের সীমা আমরা মেনে চলব।
নাসীরউদ্দীন বলেন, 'সরকার গণভোটের যে প্রশ্নবোধক চিহ্নগুলো রেখেছিল, সে বিষয়ে আমরা সুস্পষ্ট ব্যাখ্যা চেয়েছিলাম। আমরা এ পর্যন্ত কোনো সুস্পষ্ট ব্যাখ্যা পাইনি। নির্বাচনে আমরা যাচ্ছি। দেশবাসীকে বলব, ভোটকেন্দ্র জনগণের হোক। ভোটকেন্দ্র কোনো দলীয় গুন্ডাবাহিনী, সন্ত্রাসী, চাঁদাবাজ দখল না করুক। জনগণের ভোটকেন্দ্র জনগণই পাহারা দিক।'
তিনি আরও বলেন, 'আমরা বলেছি বর্তমান নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা। কিন্তু তাদের অধীনে নির্বাচন আয়োজন করতে হচ্ছে। তারা অনেক উদ্যোগ নিয়েছে প্রবাসী ভোটাধিকারের বিষয়ে। আমরা সেগুলোকে স্বাগত জানাচ্ছি। কিন্তু তাদের কর্ম দেখাতে হবে।'
'যে নিয়মনীতি দেওয়া হয়েছে, আমাদের প্রার্থীরা এর মধ্যেই থাকবে। অন্যান্য প্রার্থী এই বিষয়টি যদি নিশ্চিত করতে না পারে, তাহলে বৈষম্যমূলক একটি অবস্থানে নির্বাচন কমিশন যাবে। আমরা আশা করব নির্বাচন কমিশন যে নিয়ম বেঁধে দিয়েছে, সে বিষয়ে সব দল একসঙ্গে সুন্দর করে ভালো, সুস্থ, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনে যেতে পারবে,' বলেন তিনি।
বিভি/এজেড




মন্তব্য করুন: