বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিবের ‘নির্বাচনী মিছিল’ অনুষ্ঠিত
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ঢাকা-৯ আসনের মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিবের জমজমাট নির্বাচনী প্রচারণায় মুখরিত রাজধানীর খিলগাঁও এলাকা। নেতা-কর্মীদের উপস্থিতিতে খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর থেকে খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজ মাঠে দলে দলে মিছিল নিয়ে আসতে থাকেন ঢাকা-৯ আসনের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।

উক্ত সমাবেশে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে হাবিবুর রশিদ হাবিব বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে আরও বলেন ‘বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমানের নেতৃত্বে এমন একটি স্বপ্নের বাংলাদেশ গড়তে চান যেখানে নাগরিক অধিকার নিশ্চিত হবে।’ এ ছাড়া তিনি ৭১ থেকে ২৪ পর্যন্ত সকল শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন।

প্রচারণার অংশ হিসেবে হাবিবুর রশিদ হাবিবকে ঘিরে এলাকাজুড়ে তৈরি হয় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ। ব্যানার–ফেস্টুন, দলীয় স্লোগান আর মিছিলে চারপাশ হয়ে ওঠে সরগরম। পরে সমাবেশ স্থল থেকে একটি মিছিল বের হয়, যা খিলগাঁওয়ের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মান্ডা আমিন মোহাম্মদ ব্রিজের নিকটে গিয়ে শেষ হয়।
বিভি/টিটি




মন্তব্য করুন: