যারা সংস্কারের কথা বলে তারা জানে না কি সংস্কার হবে: মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যারা সংস্কারের কথা বলে তারা জানেন না কি সংস্কার হবে। শুধু জানেন ক্ষমতায় যাবার সংস্কার। বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীতে কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী যুবদল ও কৃষকদল আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস আরও বলেন, সংস্কার বিএনপির সৃষ্টি। কেউ চাইলে এখান থেকে পরিকল্পনা নিতে পারবেন।
সাংবাদিকদের তিনি বলেন, বেগম জিয়া মৃত নাকি জীবনের সাথে পাঞ্জা লড়ছেন জানা নেই। তবে, তিনি এখন আর শুধু বিএনপির নেত্রী নয়, সব দল মতের অভিভাবকে পরিণত হয়েছেন।
এ সময়, তারেক রহমান দেশে এসে দলের হাল ধরবেন বলেও আশা প্রকাশ করেন মির্জা আব্বাস।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: