দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করছেন আজ!
আজই পদত্যাগ করছেন অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (১০ ডিসেম্বর) একটি বিশ্বস্তসূত্রে এ তথ্য জানা গেছে। এদিন, বিকালে এক উপদেষ্টার বিশেষ সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১২৫ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শতাধিক আসনে মনোনয়ন দেওয়া হলেও ঢাকা-১০ ও লক্ষ্মীপুর-১ আসনে প্রার্থী দেয়নি এনসিপি।
এদিকে, অন্তর্বর্তী সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ নিয়ে গুঞ্জন উঠেছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলের মধ্যে এ সংক্রান্ত তথ্য প্রকাশ হবে বলে জানা গেছে।
এদিকে, সংশ্লিষ্টসূত্রে জানা যায়, এর আগ মঙ্গলবার (৯ ডিসেম্বর) পদত্যাগের বিষয়ে দুই উপদেষ্টা সরকার সংশ্লিষ্টদের অবহিত করেছেন। এ নিয়েই মূলত আসিফ মাহমুদ আজ সচিবালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন। সেখানে পদত্যাগের বিষয়টি জানাতে পারেন তিনি।
এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, এনসিপির হয়ে নির্বাচনে না গেলেও ঢাকা-১০ আসনে স্বতন্ত্র হয়ে লড়বেন তিনি। অন্যদিকে, এনসিপি প্রথম ধাপে যে ১২৫ আসনে প্রার্থীদের তালিকা প্রকাশ করলেও ঢাকা-১০ আসনে নাম ঘোষণা করা হয়নি।
এছাড়াও, লক্ষ্মীপুর-১ আসনে প্রার্থী ঘোষণা করেনি এনসিপি। জেলার রামগঞ্জ উপজেলা নিয়ে গঠিত আসন উপদেষ্টা মাহফুজ আলমের বাড়ি। সেখান থেকে তিনি নির্বাচন করবেন বলে আগেই জানিয়েছিলেন তার ভাই মাহবুব আলম
বিভি/পিএইচ




মন্তব্য করুন: