ঢাকা-১৮ আসনের বিএনপি প্রার্থীকে নিয়ে ফেসবুকে অপপ্রচার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ঢাকা-১৮ আসন ধানের শীষের মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের নামে এ আই প্রযুক্তি দিয়ে একটি ফটোকার্ড বানিয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানোর তীব্র নিন্দা জানিয়েছেন উত্তরার আলেম ওলামাগণ ও দলীয় নেতাকর্মীরা। একই সাথে এই অপপ্রচারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও নিন্দার ঝড় দেখা দিয়েছে।
স্থানীয় নেতা-কর্মীরা বলছেন, একটি কুচক্রী মহল নির্বাচনে নিজেদের ভরাডুবির আশংকা প্রকাশ করে এমন নেককার জনক কাজে লিপ্ত হয়েছে।
স্থানীয়রা জানান, জাতীয় নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হবে ঔসব কুচক্রী মহল ফটোকার্ড বানিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। পাশাপাশি তারা বিভিন্ন ম্যাসেন্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ ও ফেইসবুকে প্রচার করে ভাইরাল করার চেষ্টা করছে।এসব গুজব ও মিথ্যা প্রপাগাণ্ডা ছড়ানোর কারণে কুচক্রী মহলের বিরুদ্ধে স্থানীয়দের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
তারা বলছেন, বিএনপির ধানের শীষের হেভিওয়েট প্রার্থীকে সামাজিকভাবে হেয় করার ঘৃণিত অপচেষ্টাকে তারা প্রতিহত করতে সর্বদা প্রস্তুত।
তারা আরো বলেন, এসএম জাহাঙ্গীর একজন ত্যাগী নেতা, তার জনপ্রিয়তা আকাশচুম্বী, সর্বোচ্চ ভোট পেয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন।তারা আরো বলেন, আমাদের দেখা মতে তিনি পারিবারিকভাবেই ধর্মীয় বিশ্বাসের অনুসারী। তার পরিবারের সদস্যরা শতভাগ ইসলাম ধর্মকে বুকে ধারণ করেন।
ঢাকা-১৮ আসনের আলেম ওলামাগণরা এস এম জাহাঙ্গীরের বিরুদ্ধে এসব অপপ্রচারের নিন্দা জানিয়ে বলেন, যারা ফটোকার্ড বানিয়ে একজন জনপ্রিয় নেতার বিরুদ্ধে অপপ্রচার করছেন তারা যদি মদিনার ইসলামকে বুকে ধারণ করতো তাহলে ওয়াজ মাহফিলকে নিয়ে এমন জঘন্য কর্মকাণ্ড করতে পারতো না।
এ বিষয়ে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন,ওয়াজ মাহফিল নিয়ে তিনি কোথাও কোন বক্তব্য দেননি। আমার নিজের মেয়েও কোরআনের হাফেজা।আর প্রচারণার শুরু থেকেই আলেমওলামারা আমার সাথে থেকে সহযোগীতা করছেন। তাদের নিয়া বা ধর্ম নিয়ে এমন মন্তব্য কোন দিন করিনি আর আল্লাহ যেন না করান।
তিনি বলেন, তার এজাতীয় বক্তব্যের কোন ভিডিও ক্লিপ কেহ দেখাতে পারবে না।তিনি ঢাকা-১৮ আসনের সকল নেতাকর্মী ও সাধারণ ভোটারদেরকে ফটোকার্ড নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
বিভি/ইএ/টিটি




মন্তব্য করুন: