• NEWS PORTAL

  • শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

‘ভারাক্রান্ত হলেও তফসিলকে স্বাগত জানাতে অনেকে বাধ্য হয়েছে’

প্রকাশিত: ১৪:৩৭, ১২ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
‘ভারাক্রান্ত হলেও তফসিলকে স্বাগত জানাতে অনেকে বাধ্য হয়েছে’

ছবি: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচনী তফসিলে অনেকে ভারাক্রান্ত হলেও স্বাগত জানাতে বাধ্য হয়েছে। গণঅভ্যুত্থানের প্রধান আকাঙ্ক্ষা ছিলো ভোটাধিকার প্রতিষ্ঠা তাই বিএনপি স্বাগত জানিয়েছে। 

শুক্রবার (১২ ডিসেম্বর) কৃষিবিদ ইনিস্টিটিউশনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচীর ৬ষ্ঠ দিনের উদ্বোধনী অধিবেশনে তিনি এ কথা বলেন। 

সালাহউদ্দিন আহমেদ বলেন, একাত্তরের চেতনা নিয়ে যারা রাজনৈতিক ব্যবসা করতে চেয়েছে তারা চুড়ান্ত ভাবে ব্যর্থ হয়েছে। যারা একাত্তরকে দলীয়করণ করতে চেয়েছিলো তারা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। সালাহউদ্দিন বলেন, ২৪ এর গণঅভ্যুত্থান শুধু ৩৬ দিনের আন্দোলনের ফসল নয়, এটি সব শ্রেণী পেশার মানুষের গণতান্ত্রিক আকাঙ্খা ছিলো। 

সালাউদ্দিন আহমেদ বলেছেন, ‘একটি রক্তস্নাত পথ অতিক্রম করে আমরা আজকের অবস্থানে এসেছি। অতীতের বেদনাবিধুর সংগ্রাম ভুললে চলবে না; আওয়ামী লীগের কুকীর্তিও ভুলে গেলে চলবে না। অথচ, একটি দল তাদের ভোটের জন্য এসব কথা মুখেও নিতে চায় না।’

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘যারা পিআর ভোট কিংবা গণভোটের দাবি তুলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল, তারা গণতন্ত্রের বিপক্ষ শক্তি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসর উদ্দীন নাসির, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমানসহ অন্য নেতাকর্মীরা। বিকালে একই মঞ্চে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

 

 

বিভি/এমআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2