• NEWS PORTAL

  • শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

হাদীকে গুলির ঘটনায় আবারও অভ্যুত্থানের ডাক ডাকসু ভিপির

প্রকাশিত: ১৫:১৮, ১২ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
হাদীকে গুলির ঘটনায় আবারও অভ্যুত্থানের ডাক ডাকসু ভিপির

ফাইল ছবি

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি করার ঘটনায় আবারও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ‘চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই আমাদের অভ্যুত্থান শুরু হবে’ বলে হুঁশিয়ারি দিয়ে ছাত্র-জনতাকে প্রস্তুত হতে বলেছেন ডাকসু ভিপি।

শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় তাকে লক্ষ্য করে গুলি চালায় দুইজন দুর্বৃত্ত। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক। ফেসবুকে এঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান ডাকসু ভিপি সাদিক কায়েম।

ডাকসু ভিপি তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ওসমান হাদীকে গুলি করা হলো। চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই আমাদের অভ্যুত্থান শুরু হবে। রাজধানীর ছাত্র-জনতাকে প্রস্তুত থাকার আহবান জানাচ্ছি।’

বিভি/কেএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2