• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

স্থগিতাদেশ প্রত্যাহারের পর বরিশাল বিএনপির কার্যক্রমে ফিরছে প্রাণচাঞ্চল্য (ভিডিও)

শাহীন হাসান

প্রকাশিত: ১৩:৩৬, ১৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৩:৩৭, ১৮ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ

স্থগিতাদেশ প্রত্যাহারের পর বরিশাল বিএনপির সাংগঠনিক তৎপরতা বেড়েছে। দলটির শীর্ষস্থানীয় অনেক নেতা শাস্তির আওতায় থাকায়, স্থবির হয়ে পড়েছিল তাদের অনুসারীদের সাংগঠনিক কার্যক্রম। নানা কারণে স্থগিতাদেশ থাকাকালীন, চরম দুশ্চিন্তায় দিন কাটাতে হয়েছে তাদের। 

সিনিয়র নেতারা বলছেন, নীতি-আদর্শের সাথে পথ চলতে। আর প্রত্যাহার হওয়ারা বলছেন, সংকট কাটিয়ে দলের প্রার্থীকে বিজয়ী করাই তাদের প্রধান লক্ষ্য।

২২ নভেম্বর এক সাথে বরিশাল জেলা ও মহানগরে বিএনপির মূলদল এবং অঙ্গ সংগঠনের অন্তত ১০ নেতার দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ার পর দলীয় কর্মসূচি গুলো এখন আগের তুলনায় বেশী প্রাণবন্ত। নেতাদের সাংগঠনিক কার্যক্রমে দেখা গেছে সক্রিয়তা। দলকে জয়ী করাই এখন তাদের লক্ষ্য।

যাদের স্থগিতাদেশ প্রত্যাহার হয়নি তাদের জন্য সুপারিশ করা হয়েছে বলে জানান দল মনোনীত বরিশাল -৫ আসনের প্রার্থী। 

অন্যদিকে, জেলা নেতারা বলেন, প্রত্যাহার হওয়া নেতারা আগামীতে সততার সাথে রাজনীতি করলে দলের মঙ্গল। স্থগিতাদেশ তুলে নেয়ায় অনুসারীদের মধ্যে আগ্রহ ও চাঞ্চল্যতাও ফিরেছে। 

দমে না গিয়ে বরং নতুন প্রত্যয়ে সবাই রাজনীতিতে সততা ও সফলতার সাথে এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা অনুসারীদের। 
 

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2