• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

শেষ স্ট্যাটাসেও রুমী লিখেছিলেন, আল্লাহ হাদি ভাইকে আমাদের খুব দরকার

প্রকাশিত: ১৩:৫৯, ১৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৩:৫৯, ১৮ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
শেষ স্ট্যাটাসেও রুমী লিখেছিলেন, আল্লাহ হাদি ভাইকে আমাদের খুব দরকার

রাজধানীর একটি ছাত্রী হোস্টেল থেকে এনসিপির ধানমণ্ডি শাখার নারী নেত্রী জান্নাতারা রুমীর (৩২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) হাজারীবাগের জিগাতলায় একটি হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয় নিশ্চিত করে হাজারীবাগ থানার এসআই মো. কামরুজ্জামান বলেন, ‘আজ বৃহস্পতিবার সকালে সংবাদ পেয়ে আমরা জিগাতলা নারী হোস্টেলের পঞ্চম তলা ভবনের পঞ্চম তলার একটি ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। যতটুকু শুনেছি মৃতা এনসিপির ধানমণ্ডি শাখার নারী নেত্রী।’

এদিকে রুমী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া সর্বশেষ স্ট্যাটাসে তিনি ওসমান হাদির কথা উল্লেখ করেন। ওই স্ট্যাটাসে তিনি লিখেন, ‘ইয়া আল আল্লাহ হাদি ভাইকে আমাদের খুব দরকার।’ সাথে যুক্ত করেন দুটি কান্নার ইমোজি।

এর একদিন আগের আরেকটি পোস্টে একটি ছবি যোগ করে রুমী লেখেন, ‘একদিন ভোর হবে, সবাই ডাকাডাকি করবে কিন্তু আমি উঠব না..কারণ আমি ভোরে উঠি না.!’

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2