• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রামে আমীর খসরু ও শাহজাহান চৌধুরীসহ ৯ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৬:১৮, ১৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৬:১৮, ১৮ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
চট্টগ্রামে আমীর খসরু ও শাহজাহান চৌধুরীসহ ৯ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির দলীয় প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী, গিয়াস কাদের চৌধুরী ও জামায়াতের শাহজাহান চৌধুরীসহ ৯জন  প্রার্থী। রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি ও জামায়াত মনোনীত প্রার্থীরা। 

চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন তিন জন। মহানগরীর ৫টি আসনের রিটার্নিং অফিসার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দীন। জেলার ১০ আসনে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। চট্টগ্রাম-১১ আসনের রিটার্নিং অফিসার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী। 

রিটার্নিং অফিসার কার্যালয় জানায়, চট্টগ্রাম-১০ সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম-১১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন খসরুপুত্র ইস্রাফিল খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম-৬ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপিদলীয় প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। 

এছাড়া চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৪ আসনের জামায়াত প্রার্থী মো. আনোয়ার হোসেন, চট্টগ্রাম-১৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াত দলীয় প্রার্থী শাহজাহান চৌধুরী। চট্টগ্রাম-১৪ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াত দলীয় প্রার্থী মো.শাহাদৎ হোসেন। এদিকে,আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জানান, চট্টগ্রাম-১১ আসন থেকে একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

এ পর্যন্ত ৯টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। এর মধ্যে বিএনপি ও জামায়াত দলীয় প্রার্থী ছাড়াও একজন স্বতন্ত্র রয়েছেন। ইতিপূর্বে চট্টগ্রাম-৮ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ। চট্টগ্রাম-১০ আসন থেকে মোহাম্মদ আরমান নামে এক স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2