• NEWS PORTAL

  • সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

আজ সিইসির সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি নেতারা

প্রকাশিত: ১৩:৫২, ২২ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
আজ সিইসির সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি নেতারা

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপির একটি প্রতিনিধি দল। সোমবার (২২ ডিসেম্বর) বিকাল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে জানান, দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে অংশ নেবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের বিভিন্ন কার্যক্রমসহ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এ বৈঠকে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বৈঠকের নির্দিষ্ট এজেন্ডা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিএনপি।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2