• NEWS PORTAL

  • বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

যুগপৎ আন্দোলনের শরিকদের আরও ৮টি আসন ছেড়ে দিলো বিএনপি

প্রকাশিত: ১৪:৩০, ২৪ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৪:৩১, ২৪ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
যুগপৎ আন্দোলনের শরিকদের আরও ৮টি আসন ছেড়ে দিলো বিএনপি

বিএনপি পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী যুগপৎ আন্দোলনের সহযোগী দলগুলোকে বরাদ্দ দিয়েছে আরও ৮টি আসন। বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজধানী গুলশান বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ে বরাদ্দকৃত আসনের ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে লিবারেল ডেমোক্রেটিক পার্টি মহাসচিব রেদওয়ান আহমেদ বিএনপিতে যোগ দেয়ার ঘোষণা দেন। সে সময় মির্জা ফখরুল বলেন, ঘরের ছেলে ঘরে ফিরেছে। কুমিল্লা-৭ আসনের জন্য বিএনপির মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে এবং সেই মনোনয়ন ড. রেদোয়ান আহমেদের জন্য নির্ধারণ করা হয়েছে। তবে, এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলী আহমেদ যোগ দিবেন কিনা তা পরিস্কার হয়নি।

এদিকে, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ আরো ৭টি দল বিএনপির সঙ্গে যুক্ত হয়েছে। তারা নিজ দলের প্রতীকে জাতীয় নির্বাচনে অংশ নিবেন। ওই সকল আসলে বিএনপি কোনো প্রার্থী দিবে না।

কোন আসনে কে লড়বেন: বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, যশোর-৫ ইসলামী ঐক্যে জোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস, পটুয়াখালীর-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, ঝিনাইদহ-৪ গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ঢাকা-১২ আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং ব্রাক্ষণবাড়ীয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2