• NEWS PORTAL

  • বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

নির্বাচনের নিরাপত্তা নিয়ে এখনও উদ্বেগ-সংশয় আছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত: ১৪:৪৩, ২৪ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৪:৪৪, ২৪ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
নির্বাচনের নিরাপত্তা নিয়ে এখনও উদ্বেগ-সংশয় আছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আওয়ামী লীগ ভারতের সহযোগিতায় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, নির্বাচনের নিরাপত্তা নিয়ে এখনও উদ্বেগ ও সংশয় আছে।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনে যান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী। ইসিতে বৈঠক শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শরীফ ওসমান হাদি হত্যায় আওয়ামী লীগের যোগসাজশ আছে। এটাও নির্বাচন পেছানোর ষড়যন্ত্র।

তিনি বলেন, কারও সাথে জোট নয়, এনসিপি নিজস্ব প্রতীকেই নির্বাচনে অংশ নেবে। আর আসন সমঝোতা হলেও শাপলা কলি প্রতীকেই নির্বাচন করবেন তারা।

তিনি আরও জানান, ১২ ফেব্রুয়ারি নির্বাচনটা যেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয়, সেটাই চায় জাতীয় নাগরিক পার্টি। দলটির প্রত্যাশা, নির্বাচন কমিশনের ভুলের কারণে নির্বাচনের তারিখ যাতে পিছিয়ে না যায়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2