• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

তারেক রহমানকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া কে এই নারী?

প্রকাশিত: ১২:৪৯, ২৫ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
তারেক রহমানকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া কে এই নারী?

তারেক রহমানের গলায় ফুলের মালা দিচ্ছেন শাশুড়ি।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিমানবন্দরের লাউঞ্জে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন এক নারী। অনেকেই জানতে চাচ্ছেন কে এই নারী? তিনি হলেন তারেক রহমানের শাশুড়ি ও ডা. জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মান্দ বানু।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে তারেক রহমান ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কিছুক্ষণ পর বিমান থেকে বের হন তারা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান স্বজন ও দলের নেতাকর্মীরা। 

বিমানবন্দরে পরিবারসহ তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এসময় ফুলের মালা দিয়ে জুবাইদা রহমানের মা তারেক রহমানকে বরণ করে নেন। টেলিভিশন ফুটেজে তারেক রহমানকে তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুকে ফুলের মালায় বরণ করতে দেখা যায়। পরে নাতনি জাইমা রহমানের সাথে গল্পে মেতে ওঠেন তিনি।

বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি-২০২ (বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটে বিমানটি সিলেটে অবতরণ করে। সেখানে বিরতির পর সকাল ১১টা ১৩ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে বিমানটি।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2