• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

দেশে ফিরেই প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনালাপ তারেক রহমানের

প্রকাশিত: ১৩:০৫, ২৫ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
দেশে ফিরেই প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনালাপ তারেক রহমানের

দীর্ঘ সময় পর দেশে ফিরে বিমানবন্দরে নেমেই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই তিনি এই ফোনালাপ করেন।

বিমানবন্দরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের দেওয়া সংবর্ধনা গ্রহণ শেষে দুপুর ১২টা ৩৬ মিনিটে বিমানবন্দর ত্যাগ করেন তারেক রহমান। বেরিয়ে যাওয়ার সময় একটি আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়—বাসে ওঠার আগে তিনি জুতা খুলে দেশের মাটিতে পা রাখেন এবং হাতে তুলে নেন এক মুঠো মাটি।

এর আগে বিমানবন্দরে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান বিএনপির শীর্ষ নেতারা। স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফেরা তারেক রহমানকে বরণ করে নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির একাধিক সদস্য।

অভ্যর্থনাকারীদের মধ্যে ছিলেন মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন এবং ইকবাল হাসান মাহমুদ টুকু। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তারেক রহমান গণসংবর্ধনার উদ্দেশে রওনা হন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2