• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে তারেক রহমান

প্রকাশিত: ১৮:১৪, ২৫ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে তারেক রহমান

বিমানবন্দর থেকে সোয়া তিন ঘণ্টার দীর্ঘ যাত্রা শেষে পূর্বাচলের ৩০০ ফুট সড়কে আয়োজিত সংবর্ধনা সমাবেশের মঞ্চে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা ৩টা ৫০ মিনিটে তিনি মঞ্চে উঠে দাঁড়ালে লাখো নেতাকর্মী–সমর্থকের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

মঞ্চে প্রায় ১৬ মিনিট বক্তব্য দেওয়ার পর তারেক রহমান তার মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন। বিমানবন্দর থেকে জাতীয় পতাকার রঙে সাজানো যে বাসে করে তিনি সংবর্ধনা মঞ্চে এসেছিলেন, সেই বাসেই হাসপাতালের উদ্দেশে যাত্রা করেন তিনি।

বিকাল ৪টা ২৫ মিনিটে বাসটি এভারকেয়ার হাসপাতালের দিকে রওনা দেয়। তবে বিপুলসংখ্যক নেতাকর্মীর ভিড়ের কারণে মঞ্চ থেকে বাসে উঠতে তারেক রহমানকে বেশ বেগ পেতে হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দীর্ঘ সময় ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে তাঁকে নিরাপদে বাসে তুলে দেয়।

এর আগে নেতাকর্মী–সমর্থকদের জনসমুদ্র পেরিয়ে বিমানবন্দর থেকে পূর্বাচলের ৩০০ ফুট সড়কের সংবর্ধনা মঞ্চে পৌঁছান তারেক রহমান। পরে তিনি নিরাপদে এভারকেয়ার হাসপাতালে পৌঁছে তাঁর মাকে দেখতে যান।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2