তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে ধানের শীষের বিজয়ের সূচনা: রহমাতুল্লাহ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়েই ধানের শীষের বিজয়ের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে আয়োজিত দেশের ইতিহাসের সর্ববৃহৎ সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানে বরিশাল সদর আসনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণকালে তিনি এ কথা বলেন।

রহমাতুল্লাহ বলেন, দীর্ঘ দেড় যুগ ধরে জাতীয়তাবাদী আদর্শ ও শহীদ জিয়া প্রবর্তিত রাজনীতিকে নিশ্চিহ্ন করার যে গভীর ষড়যন্ত্র চলছিল, তার কবর রচিত হয়েছে তারেক রহমানের এই ঐতিহাসিক প্রত্যাবর্তনের মাধ্যমে। এটি শুধু একজন নেতার ফেরা নয়, এটি স্বৈরাচারী ও ষড়যন্ত্রমূলক রাজনীতির বিদায় ঘণ্টা।
এর আগে বরিশাল থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী রহমাতুল্লাহর নেতৃত্বে বুধবার (২৪ ডিসেম্বর) রাতে লঞ্চযোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় তারা ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে পৌঁছান। সেখান থেকে রঙিন টি-শার্ট পরিহিত নেতাকর্মীরা রিকশা, ঘোড়ার গাড়িসহ বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সংবর্ধনাস্থলে যোগ দেন।
তিনি আরও বলেন, শহীদ জিয়ার ধানের শীষকে পরাজিত করা ও জাতীয় নির্বাচনকে বানচাল করার যে গভীর চক্রান্ত চলছিল, তা আজ জনগণের ঢল দেখে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। রাজধানীর জনস্রোত প্রমাণ করেছে-২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত।
সমাবেশে বরিশাল সদরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্তরের বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: