• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

এভারকেয়ার থেকে গুলশানের বাসায় তারেক রহমান

প্রকাশিত: ২০:৩৮, ২৫ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২০:৫১, ২৫ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
এভারকেয়ার থেকে গুলশানের বাসায় তারেক রহমান

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে গুলশানে বাস ভবনে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে তাকে বহনকারী বাসটি এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করে। পরে রাত সাড়ে ৮টার পর তিনি তার গুলশান অ্যাভেনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে পৌঁছেন।

এর আগে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে দিকে এভারকেয়ার হাসপাতালে যান তারেক রহমান। তারেক রহমানকে বহনকারী বাসটি এভারকেয়ার হাসপাতাল গেটের সামনে পৌঁছালে তিনি বাস থেকে নেমে যান। এরপর সেখান থেকে হেঁটে হাসপাতালের ভেতরে প্রবেশ করেন। এসময় তার সঙ্গে ছিলেন দলের শীর্ষ নেতারা। তারেক রহমান হাসপাতালে আসার কিছুক্ষণ আগে সেখানে পৌঁছান তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

এর আগে দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেই রাজধানীর ৩০০ ফিটে গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশে বক্তব্য দিয়েই মাকে দেখতে হাসপাতালে ছুটে যান তারেক রহমান।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2