তারেক রহমানের প্রত্যাবর্তন, রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন
তারেক রহমানের প্রত্যাবর্তনে দেশের রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তনের আভাস দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সংবর্ধনায় তার বক্তব্যে এই ইতিবাচকতার বার্তা বলে জানান তারা। দমন-পীড়ন চালিয়ে কাউকে যে রাজনীতির মাঠ থেকে নিশ্চিহ্ন করা যায় না; এই প্রত্যাবর্তন তার প্রমাণ।
ওয়ান ইলেভেনের সময় গ্রেফতারের পর নির্যাতনের শিকার হয়ে উন্নত চিকিৎসার্থে দেশ ছেড়ে লন্ডন যান তারেক রহমান। তারপর দীর্ঘ দেড় যুগেরও মতো সময় নির্বাসনে থেকে দেশে ফেরেন ২৫ ডিসেম্বর।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, তারেক রহমানের এই ফিরে আসা মানুষের মাঝে যে উদ্দিপনা তৈরি করেছে তার প্রমাণ ৩০০ ফুটে তাকে দেয়া সংবর্ধনা। এটি শুধু তার দলের নেতাকর্মীদের উচ্ছসিত করেছে তা নয়, রাজনীতিতেও এর ঢেউ লেগেছে।
তারেক রহমানের দেওয়া বক্তব্যে দেশের রাজনীতিতে সুস্থ ধারার প্রবর্তনের ইঙ্গিত অনুভব করছেন বিশ্লেষকরা। তারেক রহমানের বক্তব্যের মর্মার্থ দলের নেতাকর্মীরা অনুধাবন করে সে অনুযায়ী রাজনৈতিক আচরণ করবে বলে প্রত্যাশা তাদের।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: