• NEWS PORTAL

  • শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

‘গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত রাশেদ খানের’

প্রকাশিত: ০৮:৪০, ২৭ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
‘গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত রাশেদ খানের’

গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনী কৌশলের অংশ হিসেবে ঝিনাইদহ-৪ আসনে নির্বাচন করবেন ধানের শীষে।

বিষয়টি নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি জানান, শনিবার (২৭ ডিসেম্বর) কিংবা রবিবারের মধ্যেই পদত্যাগ করে বিএনপিতে যোগ দেবেন তিনি।

যুগপৎ আন্দোলনে বিএনপির শরিক দলগুলোকে বিভিন্ন আসন ছেড়ে দেয় বিএনপি। ধানের শীষে নির্বাচন করার শর্তে শরীক দলের নেতারা যোগ দিচ্ছেন বিএনপিতে। রাজনৈতিক কৌশল হিসেবে বিএনপিতে যোগ দিয়ে নির্বাচনের সিদ্ধান্ত নেন গণ-অধিকার পরিষদের এই নেতা। তবে দলটির সাধারণ সম্পাদক কে হবেন তা জানানো হয়নি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2