আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বনানীতে প্রয়াত ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরের পর তিনি বনানী কবরস্থানের উদ্দেশে রওনা হন। সেখানে কবর জিয়ারতের পর দোয়া করেন।
এর আগে দিনব্যাপী একাধিক কর্মসূচিতে অংশ নেন তারেক রহমান। সকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেন। সেখানে ফুল অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন তিনি। এরপর পাশেই অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে মরহুম কবির আত্মার মাগফিরাত কামনা করেন।
পরে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বায়োমেট্রিক তথ্য প্রদান শেষে ভোটার হিসেবে নিবন্ধনের প্রক্রিয়া শেষ হয় তার।
এনআইডি নিবন্ধন শেষে তারেক রহমান বনানী কবরস্থানে গিয়ে প্রয়াত ভাই আরাফাত রহমান কোকোর সমাধিতে শ্রদ্ধা জানাতে যাচ্ছেন। সেখানে তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেবেন বলে জানা গেছে। এ সময় দলের শীর্ষ নেতাকর্মীরাও তার সঙ্গে থাকতে পারেন।
বিভি/এজেড




মন্তব্য করুন: