• NEWS PORTAL

  • রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

ময়মনসিংহ-১০ আসনে বিএনপির মনোনয়ন পেলেন আক্তারুজ্জামান বাচ্চু

প্রকাশিত: ১১:৫৯, ২৮ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ময়মনসিংহ-১০ আসনে বিএনপির মনোনয়ন পেলেন আক্তারুজ্জামান বাচ্চু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন পেয়েছেন আক্তারুজ্জামান বাচ্চু। 

দলটির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে ওই আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা যায়, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্রে আক্তারুজ্জামান বাচ্চুর নাম অনুমোদন দেওয়া হয়। মনোনয়নপত্রে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত ও সাংগঠনিক বিবেচনায় তাকে গফরগাঁও আসনে প্রার্থী মনোনীত করা হয়েছে। 

স্থানীয়ভাবে আক্তারুজ্জামান বাচ্চু একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং দলীয় আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। দলীয় নেতাকর্মীদের মধ্যে তার মনোনয়নকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

গফরগাঁও উপজেলা বিএনপির একাধিক নেতা জানান, আক্তারুজ্জামান বাচ্চু তৃণমূল পর্যায়ে জনপ্রিয় এবং সাধারণ মানুষের সঙ্গে তার নিবিড় যোগাযোগ রয়েছে। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে দল ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে শক্ত অবস্থান গড়ে তুলতে পারবে। 

মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় আক্তারুজ্জামান বাচ্চু বলেন, “দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা আমি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব। গফরগাঁওয়ের মানুষের অধিকার আদায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”

উল্লেখ্য, ময়মনসিংহ-১০ আসনটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে। আসন্ন নির্বাচনে এ আসনে 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2