• NEWS PORTAL

  • সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

হিরো আলম যোগ দিলেন তারেকের আমজনতার দলে

প্রকাশিত: ২২:২৬, ২৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২৩:১৪, ২৮ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
হিরো আলম যোগ দিলেন তারেকের আমজনতার দলে

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম আমজনতার দলে যোগ দিয়েছেন। রবিবার (২৮ ডিসেম্বর) রাতে আনুষ্ঠানিকভাবে আমজনতার দলে যোগ দেন তিনি।

রাতে পল্টনে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়। সেখানে দলটির প্রধান মো. তারেক রহমানের হাতে ফুল দিয়ে দলে যোগ দেন হিরো আলম। এ সময় তিনি হিরো আলমের হাতে দলের প্রতীক প্রজাপতি সম্বলিত স্মারক উপহার তুলে দেন।

তারেক রহমান বলেন, ট্রল হবে জেনেও ঝুঁকি নিয়েছি। হিরো আলম ভাইকে নিয়ে অনেক কথা হয়। তিনি ফানি ভিডিও বানান, অন্য রকম সুরে গান করেন। কিন্তু তিনি আমাদের দলের হয়ে নির্বাচন করছেন।
 
হিরো আলম বলেন, আমি যেহেতু আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছি, তাই এবার স্বতন্ত্র প্রার্থী না হয়ে কোনো রাজনৈতিক দলের অধীনেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হলেও আদর্শগত মিল না থাকায় সেসব দলে যোগ দেইনি। তারেক রহমান ভাইয়ের সঙ্গে কয়েক দফা কথা হয়েছে। আলোচনার পর আমি তার আমজনতার দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিই।

তিনি বলেন, আমি চারবার নির্বাচন করেছি, চারবারই মার খেয়েছি। আবারও নির্বাচনে অংশ নিচ্ছি, আশা করি এবার সুষ্ঠু নির্বাচন হবে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2