• NEWS PORTAL

  • সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

পরিবারের কেউ নির্বাচনে লড়বেন কি না, স্পষ্ট করলেন হাদির ভাই

প্রকাশিত: ২৩:১৩, ২৮ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
পরিবারের কেউ নির্বাচনে লড়বেন কি না, স্পষ্ট করলেন হাদির ভাই

ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির পরিবারের কেউ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছেন না। রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় ওসমান হাদির বড় ভাই ওমর হাদি সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। ওমর হাদি বলেন, আমাদের পরিবার থেকে কেউ নির্বাচনে অংশ নেবেন না।

এর আগে ঢাকা-৮ আসনে ওসমান হাদির পরিবারের কেউ নির্বাচন করবেন বলে জল্পনা-কল্পনা চলছিল। হাদি পরিবার থেকে ওসমান হাদির বড় বোনের নাম শোনা যাচ্ছিল।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পরে পল্টন এলাকায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। গত ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। ২০ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে ওসমান হাদিকে সমাহিত করা হয়।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2