• NEWS PORTAL

  • সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা  

প্রকাশিত: ১২:৪২, ২৯ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১২:৪২, ২৯ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা  

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী হিসাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সকালে তারেক রহমানের পক্ষে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে তার নির্বাচন সমন্বয়ক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম মনোনয়নপত্র জমা দেন। ডা. ফরহাদ হালিম ডোনারসহ তারেক রহমানের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা এসময় উপস্থিত ছিলেন। এর আগে রবিবার (২৮ ডিসেম্বর) তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

ঢাকা -১৭ আসন ছাড়াও বগুড়া -৬ আসন থেকেও নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পর গত শনিবার তারেক রহমান ঢাকা-১৭ আসনের ভোটার হন। এরপর থেকেই বিএনপির জ্যেষ্ঠ নেতারা তাকে এই আসন থেকে নির্বাচন করার অনুরোধ জানিয়ে আসছিলেন।  গুলশান-বনানী, বারিধারার মতো অভিজাত এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসন।

এদিকে, তারেক রহমান ঢাকা-১৭ আসনে প্রার্থী হওয়ার খবরে এই আসন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি ভোলা-১ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2