দেড় যুগ পর বিএনপির প্রধান কার্যালয়ে তারেক রহমান
১৭ বছর পর দেশে ফিরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে গুলশানের বাসভবন থেকে রওনা হয়ে ৪টার দিকে নয়াপল্টনে পৌঁছান তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এদিকে, প্রায় দেড়যুগ পর তারেক রহমানের প্রধান কার্যালয় আসাকে কেন্দ্র করে আশপাশের এলাকাজুড়ে বড় বড় ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে টাঙানো হয়েছে। এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলটির আরও সিনিয়র নেতাকর্মীরা।
উল্লেখ্য, ১৭ বছর পর ২৫ নভেম্বর বৃহস্পতিবার দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফিরেই গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। বিকাল পৌনে ৫টার দিকে গণসংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ ত্যাগ করে তিনি হাসপাতালে যান তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে। এছাড়াও, ১৯ বছর পর শুক্রবার (২৬ ডিসেম্বর) দলীয় নেতাদের সঙ্গে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেন তিনি। এরপর রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে তারেক রহমান প্রথমবারের মতো রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যান।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: