তারেক রহমানসহ বগুড়ার আসনে মনোনয়নপত্র জমা দিলেন যারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ঢাকা-১৭ আসনেরও ধানের শীষ প্রতীকের প্রার্থী।
বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। একই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোরশেদ মিল্টন।
এদিকে, বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও এই আসনের সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। সোমবার (২৮ ডিসেম্বর) সারিয়াকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার মিজ সুমাইয়া ফেরদৌস এর নিকট মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর শাহে আলমকে।
বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বিএনপির দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে। এই আসনে দলটির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।
এছাড়াও, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে লড়বেন গোলাম মোহাম্মদ সিরাজ।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: