জনগণের ভোটে তারেক রহমানের মানবিক রাষ্ট্র গঠন করতে চাই: এস এম জাহাঙ্গীর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে ধানের শীষের প্রার্থী হিসাবে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সকালে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, মনোনয়নপত্র জমা দিয়ে ঢাকা-১৮ আসনের ভোটারদের কাছে আবেদন করেন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যেভাবে বিজয়ী হয়েছি। ঠিক একইভাবে আগামী ১২ফেব্রুয়ারি জনগণের ভোটে ধানের শীষের বিজয় হবে বলে আশা করি। সবাইকে নিয়ে আমাদের মানবিক নেতা তারেক রহমানের নেতৃত্বে মানবিক রাষ্ট্র গঠন করতে সহযোগিতা করবেন বলে আশা ব্যক্ত করেন।
এসময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হবে বলে আমরা আশা করছি। ইসি তার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক আকতার হোসেনসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: