• NEWS PORTAL

  • সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

নাহিদকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

প্রকাশিত: ১৫:৩৭, ২৯ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
নাহিদকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ (রামপুরা-বাড্ডা-ভাটারা-হাতিরঝিল আংশিক) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আতিকুর রহমান প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

জোটগত আসন সমঝোতার অংশ হিসেবে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে সমর্থন দিয়ে নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। রবিবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আতিকুর রহমান তার সিদ্ধান্তের কথা জানান। তিনি বর্তমানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পোস্টে আতিকুর রহমান উল্লেখ করেন, সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারির শুরু থেকে প্রায় ১১ মাস ধরে তিনি ঢাকা-১১ আসনে ইসলামী আন্দোলনের পক্ষে জনমত গড়ে তোলার চেষ্টা করেছেন। ব্যক্তিগত ও পারিবারিক সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে জনগণের পাশে থাকার চেষ্টা করেছেন বলেও তিনি জানান।

তার ভাষ্য অনুযায়ী, ধারাবাহিক প্রচেষ্টার ফলে এই আসনে জামায়াতে ইসলামী ও তাদের নির্বাচনী প্রতীকের প্রতি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমর্থন তৈরি হয়েছে, যা সাম্প্রতিক জরিপেও প্রতিফলিত হয়েছে।

তিনি ঢাকা-১১ এলাকার (রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের অংশবিশেষ) সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অল্প সময়ে তারা তাকে আপন করে নিয়েছেন। পাশাপাশি তার সঙ্গে কাজ করা সহযাত্রীদের ত্যাগ ও পরিশ্রমের কথাও স্মরণ করেন। পোস্টার লাগানো, দীর্ঘ সময় হাঁটাহাঁটি ও সাংগঠনিক কাজের জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2