• NEWS PORTAL

  • সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

এনসিপিকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক শিবির সভাপতি

প্রকাশিত: ১৭:৩২, ২৯ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৭:৩২, ২৯ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
এনসিপিকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক শিবির সভাপতি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থিতা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বাংলাদেশে ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. আবদুল জব্বার। সোমবার (২৯ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

আবদুল জব্বার তার পোস্টে বলেন, ‘সংগঠনের সিদ্ধান্তে আমি নারায়ণগঞ্জ-৪ আসন থেকে  সংসদ সদস্য প্রার্থিতা প্রত্যাহার করে নিলাম। দেশ জাতির স্বার্থই আমাদের জন্য এখন মুখ্য বিষয়।'

সংগঠনের সর্বস্তরের ভাই-বোন-শুভাকাঙ্ক্ষী-ছাত্র-যুবকরা নিরলস ও নিঃস্বার্থভাবে কাজ করেছেন। সত্যিই আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমি আজীবন স্বরণ রাখব।আল্লাহ তায়ালা আমাদের সামগ্রিক তৎপরতা কবুল করুন।’

তিনি আরও বলেন, ‘১০ দলীয় জোট প্রার্থী ছোট ভাই অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিনের জন্য শুভ কামনা রইল।’

অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন এনসিপির কেন্দ্রীয় নেতা। গতকাল রবিবার তিনি ওই আসনে জোটের মনোনয়ন পেয়েছেন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2