• NEWS PORTAL

  • সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

নির্বাচন করছেন না আসিফ; হলেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান

প্রকাশিত: ১৮:৫৪, ২৯ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৮:৫৭, ২৯ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
নির্বাচন করছেন না আসিফ; হলেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। দলটির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন তিনি। আপাতত তিনি নির্বাচনে অংশগ্রহণ নিবেন না বলেও জানানো হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, আসিফ মাহমুদ জুলাই আন্দোলনে অন্যতম কাণ্ডারী। আনুষ্ঠানিকভাবে তিনি এনসিপিতে যোগ দিলেন। আমরা আশা করব, আমাদের উদ্দেশ্য বাস্তবায়নে তিনি সহায়ক হবেন।

আসিফ মাহমুদ এনসিপির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন বলেও জানান নাহিদ ইসলাম। তবে আপাতত নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না আসিফ মাহমুদ। তিনি এনসিপির নির্বাচন কমিটির প্রধানের দায়িত্ব পালন করবেন।

এর আগে ঢাকা ১০ থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন তিনি।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2