• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

গাড়ি-বাড়ি নেই আখতারের, জানিয়েছেন নগদ টাকার পরিমাণ

রংপুর ব্যুরো

প্রকাশিত: ১৯:৩৭, ১ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
গাড়ি-বাড়ি নেই আখতারের, জানিয়েছেন নগদ টাকার পরিমাণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের গাড়ি ও বাড়ি নেই। তবে নগদ আছে ১৩ লাখ টাকা, আর স্ত্রী সানজিদা আক্তারের আছে ৪ লাখ। ব্যাংকে জমা আছে ২ লাখ ৯৯ হাজার ৪শ' ২৬ টাকা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমা দেওয়া  হলফনামা থেকে এ তথ্য পাওয়া গেছে। হলফনামায় পেশা হিসেবে আখতার হোসেন শিক্ষানবিশ আইনজীবী এবং স্ত্রীর গৃহিণী উল্লেখ করা হয়েছে।

হলফনামায় উল্লেখ করা তথ্য অনুযায়ী, কৃষি, ব্যবসা ও চাকরি থেকে আখতার হোসেনের বাৎসরিক আয় ৫ লাখ ৫ হাজার টাকা। নিজের ৭ লাখ ও স্ত্রীর আছে ১০ লাখ টাকার গহনা। নিজের অস্থাবর সম্পদের মোট মূল্য ২৭ লাখ টাকা এবং স্ত্রীর ১৬ লাখ টাকা। স্থাবর সম্পদ বলতে রয়েছে ১৮ শতাংশ কৃষি জমি। যার বর্তমান মূল্য ২৩ হাজার টাকা। ব্যক্তিগত ও সরকারি দায় নেই।

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন জমা করেছেন আখতার হোসেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2