• NEWS PORTAL

  • শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬

এ্যানি ও তার স্ত্রীর বছরে আয় ৭০ লাখ টাকা, রয়েছে ১৫০ ভরি স্বর্ণ

প্রকাশিত: ১৮:০৫, ২ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
এ্যানি ও তার স্ত্রীর বছরে আয় ৭০ লাখ টাকা, রয়েছে ১৫০ ভরি স্বর্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। পেশায় এ্যানি একজন ব্যবসায়ী।  

নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, এ্যানির তিন কোটি ৯০ লাখ ৩১ হাজার ৬৭ টাকার সম্পদ রয়েছে। বছরে আয় ৪৭ লাখ ৩৬ হাজার ৫৪ টাকা। তার স্ত্রীর সম্পদের পরিমাণ তিন কোটি ৪ লাখ ৭৯ হাজার ৬৭ টাকা। বছরে আয় ২৩ লাখ ১ হাজার ৩৬৮ টাকা। হলফনামায় অনুযায়ী, এ্যানির স্ত্রীর সম্পদের পরিমাণ ৩ কোটি ৪ লাখ ৭৯ হাজার ৬৭ টাকা এবং বছরে তার আয় ২৩ লাখ ১ হাজার ৩৬৮ টাকা।

হলফনামার তথ্য অনুযায়ী আরও জানা যায়, এ্যানি চৌধুরী এসএস কোম্পানি, রি রয়েল প্রোপার্টিজ ও মেসার্স বিইউ চৌধুরী অটো ফ্লাওয়ার মিলসের স্বত্বাধিকারী। এ ছাড়া তিনি রাইট গার্মেন্টস লিমিটেড, এগ্রো এনার্জি (প্রা.) লিমিটেড ও টিপ্পানি মার্বেল বিডি লিমিটেডের পরিচালক। তার স্ত্রী পারভীন আক্তার চৌধুরীও একজন ব্যবসায়ী। তিনি সাবরান এসএস কোম্পানির স্বত্বাধিকারী ও ইনবিল্ড রিয়েল এস্টেট লিমিটেডের পরিচালক। 

হলফনামার তথ্য অনুযায়ী, এ্যানি চৌধুরীর নামে মোট ৬০টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটিতে তিনি খালাস ও অব্যাহতি পেয়েছেন। কিছু মামলা হাইকোর্টের নির্দেশে স্থগিত রয়েছে এবং বাকিগুলো বিচারাধীন। দেশের বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা আসামি হিসেবেও তার নাম থাকতে পারে বলে তিনি হলফনামায় উল্লেখ করেছেন।

এ্যানির কাছে নগদ রয়েছে ৯৬ হাজার ৭৮১ টাকা এবং বিভিন্ন ব্যাংকে জমানো আছে প্রায় ৪ কোটি ২৫ লাখ টাকা। এর বড় অংশই তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাবে জমা। তার প্রায় ৬১ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের একটি ল্যান্ড ক্রুজার গাড়ি রয়েছে। এ ছাড়া তার কাছে ১২০ ভরি স্বর্ণ (উপহার হিসেবে প্রাপ্ত) এবং স্ত্রীর কাছে ৩০ ভরি স্বর্ণ রয়েছে। তিনি ১০ লাখ টাকা দিয়ে বোট ক্লাব ও ১ লাখ টাকায় নোয়াখালী ক্লাবের সদস্যপদ নিয়েছেন।

তার রাজধানীর বনানী ও তেজগাঁও শিল্প এলাকায় ৫ কাঠা করে জমি। এ ছাড়া লক্ষ্মীপুরে পৈতৃক সূত্রে প্রাপ্ত ১২৭ শতাংশ জমি এবং নির্মাণাধীন একটি ভবনের অংশীদারত্ব রয়েছে। তেজগাঁওয়ে তার একটি ৩৬০০ বর্গফুটের গোডাউনও রয়েছে।

হলফনামা অনুযায়ী মার্কেন্টাইল ব্যাংকে এ্যানির ব্যক্তিগত দুটি হিসাবের ক্রেডিট কার্ডের ২৪ হাজার ৪১২ টাকা, ব্যক্তিগত ঋণ ৩০ লাখ টাকা, জমি ও গোডাউন ভাড়া থেকে ৭ লাখ ৪০ হাজার টাকা দায় রয়েছে।

স্ত্রীর নামে এক কোটি ৯৮ লাখ ৩৬ হাজার ২০৮ টাকা ব্যবসায়িক ও ১৩ লাখ ৬৫ হাজার ৬২৮ টাকা কার লোন। তার মার্কেন্টাইল ব্যাংকের দুটি হিসাবে ২ লাখ ২৭ হাজার ২৮২ টাকা দায় রয়েছে। তার ব্যক্তিগত লোন রয়েছে এক কোটি ৪৬ লাখ ৮০ হাজার টাকা এবং জমি বিক্রির অগ্রিম এক কোটি টাকা দায় রয়েছে।

সর্বশেষ অর্থবছরে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ৯ লাখ ৮৬ হাজার ৫৮ টাকা এবং তার স্ত্রী ৩ লাখ ২০ হাজার ৩৪২ টাকা আয়কর প্রদান করেছেন।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2